মণিপুরে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি মদসহ আটক ৬, হেরোইন ও নগদ টাকা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
মণিপুরের কাঙপোকপি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক পাচারকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার কাঙপোকপি থানার আওতাধীন টি. খুল্লেন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—এস. পৌবিনাহ তেইনামেই (৩১), পি.এফ. আদাফ্রো (৩৪), এস. বোইবিনা (২৯)—তিনজনই টি. খুল্লেন গ্রামের বাসিন্দা; এবং লুংদিনিবউ থিউমেই (৫২), যিনি তামেংলং জেলার খুন্ডং খুংখাইবা এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ২৭৩টি সাবানের খাপে মোড়ানো প্রায় ৩.৫ কেজি হেরোইন, ৯৯ লাখ ৯ হাজার ৮৫০ টাকা নগদ অর্থ, সাতটি মোবাইল ফোন, এবং দুইটি গাড়ি (একটি DI যান ও একটি হুন্ডাই ক্রেটা) জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে নোনি জেলার ৬ আসাম রাইফেলস আওয়াংখুল চেকপোস্টে পৃথক এক অভিযানে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন—আয়েকপম সানাওতন সিংহ (৩৫), ইম্ফল পশ্চিমের তেরা লুকরাম লেইরাক থেকে এবং ইউননাম সুরজিৎ সিংহ (৩৭), ইম্ফল পূর্বের কামারাঙ্গা মানিং লেইকাই থেকে।
তাদের কাছ থেকে ১,৪২৯ কেস ভারতীয় তৈরি বিদেশি মদ (IMFL) ও বিয়ার জব্দ করা হয়। পরে আটককৃতদের উদ্ধারকৃত মদের চালানসহ আয়কর বিভাগ ও আবগারি দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মণিপুরে মাদক পাচার ও অবৈধ মদ পরিবহন ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রাজ্যের আইন-শৃঙ্খলা বাহিনী সম্প্রতি কঠোর অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।