মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার দুর্গম বিজিতলা মাস্টার পাড়া এলাকায় প্রায় ৩ শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী চলা এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে ২৯৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন, যার মধ্যে পাহাড়ি ২১৭ জন এবং বাঙালি ৮১ জন।

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স ও মহালছড়ি জোনের মোট চারজন চিকিৎসক। তারা হলেন—৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের এমও ক্যাপ্টেন তাসমিয়া শাফিক এবং ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার।

চিকিৎসা সেবার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথার মতো সাধারণ ও বহুলপ্রচলিত সমস্যাগুলোর ওপর। চিকিৎসার পাশাপাশি রোগীদের মধ্যে এসব রোগের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মানবিক এ কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে।

মহালছড়ি জোন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।