রাঙামাটির আসামবস্তিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন: নিরাপত্তা জোরদারে নতুন অধ্যায়
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা আসামবস্তিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রথম ক্যাম্প। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পাহাড়ি এলাকায় স্থিতিশীলতা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত এপিবিএনের সদস্যরা। তাঁর ভাষায়, “এই ক্যাম্প কেবল একটি নিরাপত্তা স্থাপনা নয়, বরং এটি পাহাড়ি-বাঙালি সকল জনগণের জন্য আশ্বাস ও আস্থার প্রতীক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর এবং ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্প স্থাপনের মাধ্যমে পাহাড়ি জেলা রাঙামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও জনসাধারণ। বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী ত্রাস এবং চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে এপিবিএনের উপস্থিতি অত্যন্ত জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, আসামবস্তি ক্যাম্প পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে একটি নির্ভরযোগ্য কাঠামোর মধ্য দিয়ে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।