সুনামগঞ্জে নৌকাবোঝাই ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
সুনামগঞ্জের সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে টাস্কফোর্স অভিযান চালিয়ে নৌকাবোঝাই ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি ব্যাটালিয়ন। রবিবার ভোরে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ উপজেলার সাহেববাড়ী ঘাটে বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও ১৪ জন বিজিবি সদস্যসহ মোট ১৬ জন অংশগ্রহণ করেন।
২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকা ও পণ্যাদি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান সময়োপযোগী এবং জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
