ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে চাঁদা দাবি, নাটোরে সেনা অভিযানে প্রতারক আটক

ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে চাঁদা দাবি, নাটোরে সেনা অভিযানে প্রতারক আটক

ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে চাঁদা দাবি, নাটোরে সেনা অভিযানে প্রতারক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় রবিবার (৩ আগস্ট ২০২৫) উপজেলা খাদ্য কর্মকর্তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা নেওয়ার সময় একজন ভুয়া এনএসআই কর্মকর্তাকে হাতে-নাতে আটক করেছে সেনাবাহিনী ও এনএসআই সদস্যরা।

আটক ব্যক্তির নাম নাজমুল হাসান, পিতাঃ মোঃ মকবুল হোসেন। তিনি স্থানীয় খামার নাচকৈড় এলাকার স্থায়ী বাসিন্দা এবং পেশায় পশু চিকিৎসক। তার কাছে থাকা আইডি কার্ড অনুযায়ী তিনি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তার পরিচয়ে পরিচয় দেয়। নাজমুল উপজেলা খাদ্য কর্মকর্তার নিকট ডিসি ও এসপির বাজার খরচের কথা বলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এনএসআই কর্মকর্তা ও সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় তাকে গুরুদাসপুর এলাকায় চাঁদাবাজির সময় আটক করা হয়।

জানা গেছে, নাজমুল হাসান আগে ৭৭তম বিএমএ লং কোর্সের অফিসার ক্যাডেট ছিলেন, তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় মাস পর কোর্স থেকে প্রত্যাহার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদস্তির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার নিশ্চয়তা ফেরানোর চেষ্টা করছে।

এ প্রসঙ্গে সচেতন মহল বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।