রামগড়ের দুর্গম অন্তু পাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগড়ের দুর্গম অন্তু পাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগড়ের দুর্গম অন্তু পাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনপদ অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ১নং রামগড় ইউনিয়নের অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমে মোট ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

রামগড়ের দুর্গম অন্তু পাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শিক্ষা উপকরণের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিতরণ করা হয় ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

তিনি শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উৎসাহ দেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। অন্তু পাড়ার শিক্ষার্থীদের পাশে ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

রামগড়ের দুর্গম অন্তু পাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে রামগড় জোন উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিজিবি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এমন মানবিক সহায়তা দুর্গম এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে শুধু নিরাপত্তাই নয়, উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।