পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাহাড়ি-বাঙালি অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ি ও বাঙালি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সকাল ৯টা ৫০ মিনিটে পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।
ত্রাণপ্রাপ্ত ৪০ জন অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের প্রত্যেককে প্রদান করা হয় চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি এবং আটা ২ কেজি করে। এসব খাদ্যসামগ্রী তাদের সাময়িক দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুর্গম এলাকার মানুষের পাশে থেকে সেনাবাহিনী যে আন্তরিকতা নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
