আসাম-বাংলা সীমান্তে ১ কেজির বেশি ব্রাউন সুগার উদ্ধার, মূল্য ১ কোটি টাকা
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও সাবডিভিশনের শ্রীরামপুর এলাকা থেকে এক কেজিরও বেশি ওজনের সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই এলাকাটি আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা গেছে, বুধবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজারমূল্য অবৈধ মাদকবাজারে এক কোটিরও বেশি টাকা বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকের উৎস, পাচারচক্রের জড়িত সদস্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃরাজ্য চক্র শনাক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে। আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এই অঞ্চলটিকে মাদকপাচারের জন্য ব্যবহারের চেষ্টা করে থাকে সংঘবদ্ধ চক্রগুলো। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।