পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
 
                 
নিউজ ডেস্ক
মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসীম মুনির। সফরকালে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ফ্লোরিডার টাম্পায় তার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে তীব্র হুমকি দেন তিনি।
অসীম মুনির বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের পথে যায়, তাহলে বিশ্বের অর্ধেককে ধসিয়ে দিয়ে আমরা নিজেরাও ধ্বংস হব।”
তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপট টেনে তিনি জানান, সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ সম্পন্ন হওয়ার পর তা ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেবেন। “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই,” যোগ করেন তিনি।
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়েছিল। এর আগে, এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি অনুযায়ী সিন্ধুর অববাহিকার তিনটি নদীর পানি পাকিস্তান পেয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
