বান্দরবানের রুমায় অস্ত্রসহ কেএনএফের ঘোরাফেরার দৃশ্য দাবি করে ফিলিপাইনের ভিডিও প্রচার

বান্দরবানের রুমায় অস্ত্রসহ কেএনএফের ঘোরাফেরার দৃশ্য দাবি করে ফিলিপাইনের ভিডিও প্রচার

বান্দরবানের রুমায় অস্ত্রসহ কেএনএফের ঘোরাফেরার দৃশ্য দাবি করে ফিলিপাইনের ভিডিও প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানের রুমা এলাকায় অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরা করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে সামরিক পোশাক পরা বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে দেখা যায়।

বান্দরবানের রুমায় অস্ত্রসহ কেএনএফের ঘোরাফেরার দৃশ্য দাবি করে ফিলিপাইনের ভিডিও প্রচার

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানেএখানেএখানেএখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানেএখানে

এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরার দৃশ্য নয়। বরং, এটি ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর একটি ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে, ‘Shooter Channel’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে ইংরেজিতে ‘Philippines’ শব্দ উল্লেখ রয়েছে। চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে একই ধরনের পোশাক পরা ব্যক্তিদের পাহাড়ি এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরার আরও একাধিক ভিডিও (,,) রয়েছে।

বান্দরবানের রুমায় অস্ত্রসহ কেএনএফের ঘোরাফেরার দৃশ্য দাবি করে ফিলিপাইনের ভিডিও প্রচার
Comparison: Rumor Scanner. 

গত ৩১ জুলাই ‘Basilan Biaf’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও একই ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটির ক্যাপশনে ফিলিপিনো ভাষায় লেখা হয়, ‘নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে সম্মান করে, যারা তোমার ব্যক্তিত্বকে ছোট করে তাদের কাছে আসতে দেওয়া উচিত নয়।’ অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি সেকশনে দেখা যায়, এটি ফিলিপাইন থেকে পরিচালিত হচ্ছে।

ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, অস্ত্রধারী ব্যক্তিদের পোশাকে দুই ধরনের ব্যাজ রয়েছে। একটি আয়তাকার এবং অপরটি গোলাকার। এসব ব্যাজের সঙ্গে ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর ব্যাজের (,) মিল পাওয়া গেছে।

Comparison: Rumor Scanner. 

সুতরাং, ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী এমআইএলএফের একটি ভিডিওকে বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।