বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন বিধিনিষেধ জারি করল ভারত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে নতুন অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে স্থলবন্দর দিয়ে চার ধরনের পাটপণ্য বাংলাদেশ থেকে আমদানি করা যাবে না। তবে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আনার সুযোগ থাকবে।
সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিষিদ্ধ চার পণ্য হলো—পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। এ বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে গত ২৭ জুনের এক প্রজ্ঞাপনে ডিজিএফটি কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়সহ বেশ কয়েক ধরনের পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। আরও আগে, ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা, সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়সহ একাধিক পণ্যের আমদানি বন্ধ করে ভারত। তারও আগে, ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর হয়ে বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ প্রত্যাহার করে নেয় দেশটি।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বস্ত্র খাতে বাংলাদেশকে ভারতের ‘গুরুত্বপূর্ণ প্রতিযোগী’ হিসেবে দেখা হয়। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ১ হাজার ১৪৬ কোটি ডলার, আর আমদানি ছিল প্রায় ২০০ কোটি ডলার।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশ থেকে আমদানিতে একের পর এক অশুল্ক বাধা আরোপ করে ভারত, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।