খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

আটক ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫), তিনি ওই এলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসা অবস্থায় তাকে আটক করা হয়।

অভিযানে একটি দেশি লং গান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরে রাত ১২টা ৩০ মিনিটে আটক ব্যক্তিকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানার ওসি মো. এনামূল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed