রামগড়ে দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়, চাঁদাবাজির অভিযোগ

রামগড়ে দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়, চাঁদাবাজির অভিযোগ

রামগড়ে দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়, চাঁদাবাজির অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজার মানুষ। এতে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ, অনলাইনভিত্তিক সেবা ও ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগে সেবার মানে এগিয়ে থাকা রবি নেটওয়ার্ক দুই মাস ধরে প্রায় অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের সেবা সীমিত বিদ্যুৎ চলে গেলেই বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারে নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা নেই; টাওয়ার রক্ষণাবেক্ষণও বন্ধ রয়েছে। ফলে কয়েকটি ইউনিয়নে নেটওয়ার্ক একেবারেই অচল হয়ে গেছে।

তথ্য অনুযায়ী, রামগড়ের গোড়াউনটিলা, নাকাপা, পাতাছড়া, সম্প্রুপাড়া, বলিপাড়া ও হাতিরখেদা এলাকায় রবির ৫টি, গ্রামীণফোনের ১টি ও টেলিটকের ৩টি টাওয়ার রয়েছে। এর মধ্যে ২ নম্বর পাতাছড়া ও ১ নম্বর রামগড় ইউনিয়নের টাওয়ার দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সম্প্রতি তিন-চার দিন আগে থেকে উপজেলার সব টাওয়ারই অচল হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে জেলার বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং অপারেটর অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিল সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তা সংকটে তদারকি বন্ধ রয়েছে।

রবি টাওয়ার কেয়ারটেকারের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, মাসখানেক আগে মোটরসাইকেলে ইউপিডিএফ পরিচয়ে দুই ব্যক্তি এসে অনুমতি ছাড়া টাওয়ারে কোনো কার্যক্রম না করার হুমকি দিয়েছে।

রামগড় ইউনিয়নের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী দিদারুল আলম বলেন, “নেটওয়ার্ক বন্ধ থাকায় মোবাইল ব্যাংক সেবা পুরোপুরি অচল হয়ে গেছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।” পল্লি চিকিৎসক ডা. মোস্তফা কামাল জানান, জরুরি সেবাও বন্ধ হয়ে যাওয়ায় মানুষ চরম বিড়ম্বনায় পড়েছেন।

রামগড় উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) কর্মকর্তা রেহান উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, নেটওয়ার্ক সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অপারেটর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চলছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে মোবাইল টাওয়ারে হামলা ও চাঁদাবাজির কারণে একাধিকবার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, যা স্থানীয়দের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed