আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান: ৪ দিনে ৫০ জঙ্গি নিহত
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে অন্তত ৫০ জন ইসলামপন্থি জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সর্বশেষ বেলুচিস্তানের ঝোব জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা আরও তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার শুরু হওয়া অনুপ্রবেশ-বিরোধী অভিযানে বেলুচিস্তানের সাম্বাজা এলাকায় এই জঙ্গিদের হত্যা করা হয়েছে। এই অঞ্চল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশে ইসলামপন্থি জঙ্গিদের পাশাপাশি খনিজ সম্পদে বড় অংশীদারিত্বের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরাও সক্রিয়।
তবে রয়টার্স জানিয়েছে, নিহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্বাধীন বিশ্লেষকরা অভিযোগ করেছেন, পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই নিহতের সংখ্যা বাড়িয়ে জানায়, যদিও সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
আইএসপিআর জানিয়েছে, “নিরাপত্তা বাহিনী জাতির সীমান্ত সুরক্ষিত রাখতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ব্যাহত করার প্রচেষ্টা প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ।”
এ ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্র কথিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর যুদ্ধ শাখা মজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, এই পদক্ষেপ পাকিস্তানের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিশ্রুতি জোরদার করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার হার বেড়েছে। গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, সন্ত্রাসবাদের শিকার দেশগুলোর মধ্যে পাকিস্তান বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে; গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,০৮১ জনে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।