বাংলাদেশসহ পাঁচ দেশের কাছে আটকে আছে পাকিস্তানের ৩০৪ মিলিয়ন ডলার ঋণ
![]()
নিউজ ডেস্ক
কয়েক দশক ধরে বাংলাদেশসহ পাঁচটি দেশের কাছ থেকে ঋণ ফেরত পেতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারি অডিটে দেখা গেছে, গত ৪০ বছরেও এসব ঋণ আদায় সম্ভব হয়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, সরকারি অডিটে দেখা গেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইরাক, সুদান এবং গিনি-বিসাউয়ের কাছে পাকিস্তানের মোট ৩০৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশকে রপ্তানি ঋণের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছিল।
অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরাকের কাছে ২৩১ দশমিক ৩ মিলিয়ন, সুদানের কাছে ৪৬ দশমিক ৬ মিলিয়ন, বাংলাদেশের কাছে ২১ দশমিক ৪ মিলিয়ন এবং গিনি-বিসাউয়ের কাছে ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বকেয়া রয়েছে। বাংলাদেশকে দেওয়া ঋণ মূলত চিনি কারখানা ও সিমেন্ট প্রকল্পের জন্য ছিল, যা বর্তমান বাজারদরে ২৬০ কোটি টাকারও বেশি।
২০০৬-০৭ অর্থবছরে প্রথমবারের মতো পাকিস্তানের অডিটর জেনারেল এই বিষয়টি তুলে ধরেছিলেন। তবে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা ও আনুষ্ঠানিক চিঠি চালাচালির পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঋণ আদায়ের চেষ্টা অব্যাহত থাকলেও এ পর্যন্ত কোনো সাফল্য মেলেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।