রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজে জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজখানার উন্নয়নে ঢেউটিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন।

এছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলার সামগ্রী ক্রয়, দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার জন্য বই ও শিক্ষা উপকরণ প্রদান এবং দুস্থ-অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি আমতলা কবরস্থানের মাটি ভরাট, মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদের রং করার জন্য অর্থায়ন করা হয়।

এই সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, সংশ্লিষ্ট স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিজিবি এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে দীর্ঘদিন ধরে অবদান রাখছে, যা এলাকার শান্তি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
