বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনা জোনের আর্থিক সহায়তা বিতরণ

বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনা জোনের আর্থিক সহায়তা বিতরণ

বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনা জোনের আর্থিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোন (৩১ বীর) পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে আলীকদম জোনের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরিব ও দুঃস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীদের খাবার বিল ও চিকিৎসা সহায়তা বাবদ মোট ২ লাখ ৮০ হাজার ৪ টাকা অনুদান দেওয়া হয়।

বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনা জোনের আর্থিক সহায়তা বিতরণ

জোন কর্তৃপক্ষ জানায়, প্রতি মাসেই এসব প্রতিষ্ঠানকে একই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

আলীকদম সেনা জোন শুধু আর্থিক সহায়তাই নয়, বরং উন্নয়নমূলক কাজ, অসহায়দের সহায়তা প্রদান এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনা জোনের আর্থিক সহায়তা বিতরণ

পাশাপাশি জোনের আওতাধীন সব ক্যাম্পেইন এলাকাতেও দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, আলীকদম সেনা জোনের এই ধারাবাহিক উদ্যোগ পার্বত্য অঞ্চলের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।