নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের (১৭ ই বেঙ্গল) উদ্যোগে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কাপ্তাই হ্রদে পানিবন্দি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১২টায় নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান স্থানীয় ৪৫টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিঁড়া, গুড়, নুডলস, মুড়ি, বিস্কুট ও খাবার স্যালাইন। প্রতিটি পরিবারকে এসব সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও দেওয়া হয়।
এসময় লেঃ কর্ণেল মশিউর রহমান বলেন, “সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মো. নাঈম, মেজর আসিফুর রহমান, মেজর সায়েম আক্তার সৌধ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি এলাকার মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং জনগণ-সেনাবাহিনীর বন্ধনকে আরও দৃঢ় করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।