নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের (১৭ ই বেঙ্গল) উদ্যোগে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কাপ্তাই হ্রদে পানিবন্দি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১২টায় নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান স্থানীয় ৪৫টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিঁড়া, গুড়, নুডলস, মুড়ি, বিস্কুট ও খাবার স্যালাইন। প্রতিটি পরিবারকে এসব সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও দেওয়া হয়।

এসময় লেঃ কর্ণেল মশিউর রহমান বলেন, “সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

নানিয়ারচরে পানিবন্দি ৪৫টি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মো. নাঈম, মেজর আসিফুর রহমান, মেজর সায়েম আক্তার সৌধ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি এলাকার মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং জনগণ-সেনাবাহিনীর বন্ধনকে আরও দৃঢ় করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।