অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে।

এরই অংশ হিসেবে আজ বুধবার (১৩ আগস্ট) জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নানামুখী সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিল দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙে পড়া গৃহ পুনর্নির্মাণে ঢেউটিন, অসুস্থ ও শিক্ষাখাতে ব্যয়ভার বহনে অক্ষমদের জন্য নগদ অর্থ, স্থানীয় ক্লাবগুলোর জন্য ফুটবল এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও স্টেশনারি সামগ্রী।

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা বিতরণ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী। এসময় জোনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জোন উপ-অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি উন্নয়ন ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, স্থানীয়দের মতে, সিন্দুকছড়ি জোনের এই ধারাবাহিক উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, বরং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।