রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের দাবিটি ভিত্তিহীন

রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের দাবিটি ভিত্তিহীন

রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের দাবিটি ভিত্তিহীন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেসবুকে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সাম্প্রতিক সংঘর্ষ দাবিতে দুটো ভিডিও ছড়াচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি প্রকৃতপক্ষে ২০২৫ সালের মে মাসে জাতীয় প্রেসক্লাবে বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের চাকরিতে পুনর্বহালসহ কয়েকটি দাবিতে করা বিক্ষোভের ভিডিও। এছাড়া সম্প্রতি রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর এমন সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিও দুটো তুলনা করে নিশ্চিত হওয়া যাচ্ছে দুটো একই ঘটনার ভিডিও।

প্রথম ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে “Awaz News” নামক একটি ইউটিউব চ্যানেলে  ভিডিওটি খুঁজে পাওয়া যায়। “চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা ৩ দফা দাবি নিয়ে আন্দোলনে” ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হয়েছিলো ১৯ মে, ২০২৫ তারিখে।

প্রথম ভিডিও
ইউটিউবে পাওয়া ভিডিও

ভাইরাল দ্বিতীয় ভিডিও রিভার্স ইমেজ সার্চ করে “NEWS NOW বাংলা” নামক ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। “সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের যেতে বাঁধা, অতঃপর যা ঘটলো” ক্যাপশনে ভিডিওটি ১৮ মে, ২০২৫ তারিখে শেয়ার করা হয়েছিলো।

দ্বিতীয় ভিডিও
ফেসবুক পেজে পাওয়া ভিডিও

এদিকে “Global TV Bangladesh” নামক ফেসবুক পেজে ১৮ মে, ২০২৫ তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে এটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণকৃত একই ঘটনার ভিডিও। এ ভিডিওর ক্যাপশন হলো – “বরখাস্ত সেনা সদস্যদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তি”।

এ সূত্র ধরে গণমাধ্যমে অনুসন্ধান করে একাধিক জাতীয় দৈনিকের (,,) ১৯ মে, ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৮ মে, ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাবে চাকরি পুনর্বহালসহ কয়েকটি দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত একদল সাবেক সেনাসদস্য বিক্ষোভ করেন। এ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সেনাবাহিনীর প্রতিনিধি দল গিয়ে তাদের কথা শুনে বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস দেয় এবং অভিযোগ সরাসরি কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেয়। বৈঠক শেষে প্রতিনিধিদল ফেরত যাওয়ার সময় কিছু সদস্য সেনা প্রতিনিধিদলের গাড়ির পথে বাধা, ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য স্লোগান দেন বলে তারা জানায়।

এছাড়া সাম্প্রতিক সময়ে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে এমন কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায় না।

এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, গত মে মাসের ভিন্ন একটি ভিডিওকে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ দাবিতে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।