কুষ্টিয়া-মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, দাগি আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া-মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, দাগি আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া-মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, দাগি আসামি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারা ও মেহেরপুরের মুজিবনগরে পৃথক যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার এবং একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত দল।

শুক্রবার গভীর রাতে প্রায় ৩টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু (২২)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ২টি বিদেশি ৯ মি.মি. পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে, সালমান সাকিব সাধু পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া- মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, দাগি আসামি গ্রেপ্তার

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুরের মুজিবনগরে আরেকটি যৌথ অভিযানে কুখ্যাত মো. ইমান আলী ওরফে ‘ইমান ডাকাত’ (৫৪)-কে গ্রেপ্তার করা হয়। অস্ত্র, মাদক, চোরাচালান ও বিস্ফোরকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত এই আসামির বাড়ি থেকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, সেনাবাহিনী জানিয়েছে—যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed