আলীকদমে রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতার উদ্বোধন

আলীকদমে রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতার উদ্বোধন

আলীকদমে রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতার শুভ উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইবি’র আয়োজনে রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম দিনের খেলা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন একাদশ। এ টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশ নিচ্ছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এজেডএম আদনাইন ইনকিয়াত।

তিনি খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগান।

প্রসঙ্গত, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed