রিজিয়ন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মারিশ্যা জোনের খেলোয়াড়দের সনদপত্র ও ট্র্যাকস্যুট বিতরণ

রিজিয়ন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মারিশ্যা জোনের খেলোয়াড়দের সনদপত্র ও ট্র্যাকস্যুট বিতরণ

রিজিয়ন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মারিশ্যা জোনের খেলোয়াড়দের সনদপত্র ও ট্র্যাকস্যুট বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজিবির মারিশ্যা জোনের খেলোয়াড়দের মধ্যে সনদপত্র ও ট্র্যাকস্যুট বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) মারিশ্যা জোন সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ট্র্যাকস্যুট বিতরণ করেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

এসময় জোন অধিনায়ক বলেন, শুধু নিরাপত্তা কার্যক্রম নয়, জনসাধারণের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগও পরিচালনা করে আসছে মারিশ্যা জোন। তিনি আরও আশা প্রকাশ করেন, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কল্যাণমূলক কার্যক্রমের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা ও সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed