সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) মারিশ্যা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
বিজিবি সূত্রে জানা যায়, কচুছড়ি এলাকার বাসিন্দা গোপা চাকমা, কৃপা চাকমা ও মিলাশ চাকমার হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মারিশ্যা জোন জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রমে স্থানীয় জনগণের পাশে আছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পাহাড়ের দুর্গম এলাকায় স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ জনসাধারণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।