অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন সদর দফতর।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসের বাগান বিলাস মাল্টিপারপাস শেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মতবিনিময়কালে রিজিয়ন কমান্ডার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের জন্য যত প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা প্রয়োজন, সেনাবাহিনী তা প্রদান করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

তিনি আরও জানান, ভবিষ্যতে বালক ও বালিকা উভয় শ্রেণিতে বয়সভিত্তিক ফুটবল ও ক্রিকেট দল গঠন করা হবে।

এসময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে খেলাধুলার প্রসারে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগ করছে।

You may have missed