শান্তি–সম্প্রীতির বার্তা নিয়ে বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শান্তি–সম্প্রীতির বার্তা নিয়ে বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শান্তি–সম্প্রীতির বার্তা নিয়ে বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি সাব জোন অধিনায়ক মেজর এম এম ইয়াসিন আজিজ।

এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মাহমুমুদুল হাসান বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে বান্দরবানের তরুণদের জায়গা করে দেবে।

তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।

উদ্বোধনী খেলায় পুরাতন চড়ই পাড়া একাদশ ১-০ গোলে সাংগু বয়েজ ক্লাবকে পরাজিত করে। এবারের প্রতিযোগিতায় বান্দরবান সদর উপজেলার ১০টি দল অংশ নিচ্ছে।

এদিকে, খেলা দেখতে আশেপাশের এলাকা থেকে শত শত দর্শক স্টেডিয়ামে ভিড় করেন।

আয়োজকদের মতে, টানা কয়েকদিনব্যাপী এই প্রতিযোগিতা খেলাধুলার উৎকর্ষের পাশাপাশি পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed