সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪ এয়ারগান উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
সিলেট সীমান্ত থেকে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। রবিবার ভোর ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
চোরাকারবারীরা অবৈধভাবে এয়ারগানগুলো বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে এসেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক জানান, ভারত থেকে অস্ত্র আসার গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে জাফলং চা বাগান সংলগ্ন কাটারি এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও চোরাকারবারীরা পালিয়ে যায়। রবিবার ভোর ৬টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়। এয়ারগানগুলো ভারতের তৈরি।
লেঃ কর্নেল মো. নাজমুল হক আরও জানান, লাইসেন্স থাকলে ঘরে এয়ারগান রাখা যায়। কিন্তু এগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে। তাই এগুলো অবৈধ হিসেবেই জব্দ করা হয়েছে।
সিলেটের যেসব সীমান্ত এলাকা অস্ত্র চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলোর দিকে বিজিবির কড়া নজরদারি রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।