জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দল চ্যাম্পিয়ন হয়েছে।

২২-২৪ আগস্ট পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২টি দলের ৩৫০ জন অ্যাথলেট অংশ নেন।

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

৪০টি ইভেন্টে অংশ নিয়ে সেনাবাহিনী দল ২৬টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান অর্জন করে।

নৌবাহিনী ১৩ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১৪ ব্রোঞ্জ জিতে প্রথম রানারআপ এবং পুলিশ দল ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়।

এবারের আসরে সেনাবাহিনীর অ্যাথলেটরা চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েন।

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

এছাড়া সৈনিক মোশাররফকে প্রতিযোগিতার সেরা পুরুষ অ্যাথলেট হিসেবে নির্বাচিত করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের এই অসামান্য সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed