দুর্গম থানচিতে সেনাবাহিনী কর্তৃক নির্মিত সেতু উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় নবনির্মিত একটি সেতুর উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
বুধবার (২৭ আগস্ট) থানচি–রেমাক্রি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় রেমাক্রি খালের ওপর নির্মিত এ সেতুটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সীমান্ত সড়ক নির্মান প্রকল্পের পরিচালক ও ১৭ ইসিবির অধিনায়ক লেঃ কর্নেল নূর মো. সিদ্দিক সেলিম।
উদ্বোধন শেষে তিনি সেনাবাহিনী পরিচালিত কাইতনপাড়া ও শালোকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন উপহার তুলে দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম বলেন, দুর্গম সীমান্তবর্তী এলাকায় শিক্ষা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কাইতনপাড়া ও শালোকিয়াপাড়ায় দুটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে এসব এলাকায় কনস্ট্রাকশন কার্যক্রমে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।