ত্রিপুরায় বড় ধরনের অভিযানে ৭০ লাখ টাকার বার্মিজ সিগারেট জব্দ
![]()
নিজস্ব প্রতিবেদক
ভারতের ত্রিপুরায় বড় ধরনের অভিযানে প্রায় ৭০ লাখ টাকার বার্মিজ সিগারেট জব্দ করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে অানন্দবাজার চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ভোর ৮টার দিকে ধলাই জেলার ধর্মনগর-কাইলাশহর জাতীয় মহাসড়কে পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ধর্মনগরের এসডিপিও বি. জোরিন পুয়া ও থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যায়। জব্দ করা সিগারেট আদালতের মাধ্যমে শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাতে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মনগর ও পানিসাগর সীমান্ত দিয়ে বার্মিজ সিগারেট পাচার বেড়ে গেছে। এসব সিগারেট প্রথমে রাজ্যের ভেতরে ছড়িয়ে দেওয়া হয়, এরপর বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার করা হয়। যদিও নিয়মিত গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তবে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিতে বাধার সম্মুখীন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কামাল দেববর্মা বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। তিনি অভিযানে অংশ নেওয়া টিমকে অভিনন্দন জানান এবং সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে আরও কড়া নজরদারির আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।