মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
![]()
নিজস্ব প্রতিবেদক
ভারতের মণিপুরে যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে।
গতকাল বুধবার (২১ আগস্ট) রাজ্যের বিভিন্ন এলাকায় চালানো তল্লাশি ও ডমিনেশন অপারেশনে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভারতের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
কাঙ্গপোকপি জেলার মাওহিং ও চাঙ্গৌবাং গ্রামের মাঝের জঙ্গল থেকে সবচেয়ে বড় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মার্কিন তৈরি এম–১৬ রাইফেল, একটি লুট করা .৩০৩ রাইফেল, একটি সিএমজি (কারবাইন মেশিন গান), একটি ৭.৬২ এলএমজি ব্যারেল, একটি লাঠোড ও দুটি রাউন্ড, তিনটি পিস্তল (এর মধ্যে একটি মার্কিন তৈরি), একটি .২২ রাইফেল, ছয়টি বোল্ট অ্যাকশন রাইফেল, দুটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, ১২ মিমি ক্যালিবারের ১২ রাউন্ড গুলি, তিনটি ইম্প্রোভাইজড লঞ্চার (স্থানীয়ভাবে ‘পাম্পি’ নামে পরিচিত), দুটি হ্যান্ড গ্রেনেড, চারটি বাওফাং রেডিও সেট এবং তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

এছাড়া একই জেলার কোতজিম গ্রামে পৃথক এক অভিযানে একটি ৯ মিমি কারবাইন, একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, তিনটি ‘পুল মেকানিজম’ রাইফেল, তিনটি ইম্প্রোভাইজড মর্টার এবং দুটি হ্যান্ড গ্রেনেড জব্দ করা হয়।
অন্যদিকে, ইমফল পশ্চিম জেলার খোংনাংপোকপি এলাকায় পরিচালিত অভিযানে একটি পাম্পি গান, একটি দেশি রাইফেল, একটি হ্যান্ড গ্রেনেড, একটি রেডিও সেট ও চার্জার উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, মণিপুরে চলমান সহিংস পরিস্থিতির মধ্যে অবৈধ অস্ত্রের চলাচল রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।