হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলার মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামের রমজান ফকির (২৬) এবং একই উপজেলার সুজন মিয়া (২০)।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed