খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

ক্যাম্পেইনে ছোট তারাবনছড়া এবং আশপাশের এলাকার পাহাড়ি ও বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ অংশগ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল মো. রাকিবুল ইসলাম, খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম ও খাগড়াছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন এমডিএস খাগড়াছড়ির মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন তাসমিয়া শফিক।

ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

খাগড়াছড়িতে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

এ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।