লংগদুতে ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিষ্কার করলো পিসিসিপি

লংগদুতে ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিষ্কার করলো পিসিসিপি

লংগদুতে ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিষ্কার করলো পিসিসিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদুতে সংঘটিত পাকুয়াখালী গণহত্যায় সশস্ত্র সংগঠন জেএসএস শান্তিবাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারান ৩৫ জন বাঙালি কাঠুরিয়া। সেই ভয়াল ঘটনার স্মৃতিবাহী লংগদু উপজেলা পরিষদের পাশের গণকবর আজও সাক্ষ্য দিচ্ছে এক নৃশংস হত্যাযজ্ঞের, যা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।

আসন্ন পাকুয়াখালী গণহত্যা দিবস (৯ সেপ্টেম্বর) সামনে রেখে আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখার উদ্যোগে গণকবরের চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিস্কার করা হয়।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের দিকনির্দেশনায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, মাইনি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লংগদুবাসী জানান, গণকবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার এই মহতী উদ্যোগ নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। তারা পিসিসিপির এই প্রচেষ্টাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।