খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে এবং সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য-নিরসনে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম।
সেলাই মেশিন গ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, “এই সেলাই মেশিনের মাধ্যমে আপনারা পোশাক তৈরির কাজ করে আয়-রোজগার করতে পারবেন এবং পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন।”

প্রধান অতিথি এ সময় বেকারত্ব রোধ ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ায় খাগড়াছড়ি জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।