কাতারে ইসরায়েলি আগ্রাসন ‘উসকানিমূলক’, নিন্দা বাংলাদেশের

কাতারে ইসরায়েলি আগ্রাসন ‘উসকানিমূলক’, নিন্দা বাংলাদেশের

কাতারে ইসরায়েলি আগ্রাসন ‘উসকানিমূলক’, নিন্দা বাংলাদেশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ‘বেআইনি ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে এ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ এ ‘বেআইনি ও উসকানিমূলক’ হামলার বিরুদ্ধে কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি অটল সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি ইসরায়েলের অগ্রাহ্যতা অব্যাহত রয়েছে। এমন কার্যক্রম বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে দুর্বল করে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed