রাখাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত, একে অপরকে দায়ী করছে সেনা ও বিদ্রোহীরা
![]()
নিউজ ডেস্ক
পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত ৭ জানুয়ারি মঙ্গলবার ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় আরো ৫ শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনার দায় কেউ স্বীকার না করলেও এর জন্য দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীরা একে অন্যকে দায়ী করেছে।
সূত্র মতে, দেশটির রাখাইন রাজ্যের কিয়াউক ইয়ান গ্রামে জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে ল্যান্ডমাইন বিস্ফোরনের এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ল্যান্ডমাইনটি আরাকান আর্মির সদস্যরা রেখে গেছে। অপরদিকে আরাকান আর্মির মুখপাত্র এর জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন।
উল্লেখ্য, গত বছর মিয়ানমারে সহিংসতায় নিহত হয়েছে ১৪৩ শিশু। এছাড়া, গত ডিসেম্বরে নতুন করে উত্তেজনা শুরু হলে রাখাইন রাজ্য থেকে লাখো মানুষ বাস্তচ্যুত হয়েছেন।
এর আগে, ২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসীদের হামলার অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় সীমান্ত পেরিয়ে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এর পূর্বেও বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।