মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন সশস্ত্র ক্যাডার আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে পৃথক অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ইমফল পশ্চিম ও বিষ্ণুপুর জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ইমফল পশ্চিম জেলার সেকমাই থানা এলাকার টিংরি লামখাই থেকে প্রথমে আটক করা হয় খুন্দ্রাকপাম মালাংবা সিংহ ওরফে টিকেনজিৎ (৫০)-কে। তিনি রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট/পিপলস লিবারেশন আর্মি (আরপিএফ/পিএলএ)-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
অন্যদিকে, বিষ্ণুপুর জেলার মইরাং থানাধীন সুনুশিফাই আওয়াং লেকাই গ্রাম থেকে আটক করা হয় উনলফ (কইরেং) সংগঠনের ক্যাডার ওনাম নওবি মেইতেই ওরফে বিকেন্দ্র (২৯)-কে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।
একই দিন রাতে ইমফল পশ্চিম জেলার সিংজামেই থানাধীন লাংথাবাল কুঞ্জা মায়াই লেকাই থেকে আটক করা হয় লানপোকলাকপাম সনাতোম্বা সিংহ ওরফে ইবুঙ্গো (৪১)-কে। তিনি পিপলস রেভল্যুশনারি পার্টি অব কাংলেইপাক (প্রেপাক)-এর সক্রিয় সদস্য। এসময় তার কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।
নিরাপত্তা সূত্র জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য মিলতে পারে।
উল্লেখ্য, মণিপুরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে সেনা, আসাম রাইফেলস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।