মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন সশস্ত্র ক্যাডার আটক

মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন সশস্ত্র ক্যাডার আটক

মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন সশস্ত্র ক্যাডার আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে পৃথক অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ইমফল পশ্চিম ও বিষ্ণুপুর জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ইমফল পশ্চিম জেলার সেকমাই থানা এলাকার টিংরি লামখাই থেকে প্রথমে আটক করা হয় খুন্দ্রাকপাম মালাংবা সিংহ ওরফে টিকেনজিৎ (৫০)-কে। তিনি রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট/পিপলস লিবারেশন আর্মি (আরপিএফ/পিএলএ)-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

অন্যদিকে, বিষ্ণুপুর জেলার মইরাং থানাধীন সুনুশিফাই আওয়াং লেকাই গ্রাম থেকে আটক করা হয় উনলফ (কইরেং) সংগঠনের ক্যাডার ওনাম নওবি মেইতেই ওরফে বিকেন্দ্র (২৯)-কে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

একই দিন রাতে ইমফল পশ্চিম জেলার সিংজামেই থানাধীন লাংথাবাল কুঞ্জা মায়াই লেকাই থেকে আটক করা হয় লানপোকলাকপাম সনাতোম্বা সিংহ ওরফে ইবুঙ্গো (৪১)-কে। তিনি পিপলস রেভল্যুশনারি পার্টি অব কাংলেইপাক (প্রেপাক)-এর সক্রিয় সদস্য। এসময় তার কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

নিরাপত্তা সূত্র জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, মণিপুরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে সেনা, আসাম রাইফেলস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed