মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বিরল খনিজ সংগ্রহের চেষ্টা ভারতের

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বিরল খনিজ সংগ্রহের চেষ্টা ভারতের

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বিরল খনিজ সংগ্রহের চেষ্টা ভারতের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের খনিগুলো থেকে বিরল খনিজ সংগ্রহে উদ্যোগ নিয়েছে, যেখানে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) নিয়ন্ত্রণ রাখে। রয়টার্সের চারটি সূত্রের বরাতে জানা গেছে, ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নমুনা সংগ্রহ ও পরিবহনের নির্দেশ দিয়েছে।

তিনটি সূত্র জানায়, ভারতের আইআরইএল এবং মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস কেআইএ-র সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। এই খনিজগুলো সাধারণত বৈদ্যুতিক যানবাহন ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়।

কেআইএ জানিয়েছে, তারা ভারতীয়দের বিশ্লেষণের জন্য খনিজের নমুনা সংগ্রহ শুরু করেছে এবং ভারতে রপ্তানি সম্ভব কি না তা যাচাই করবে। তবে, কোনো চুক্তি এখনো প্রকাশ্যে আসেনি। ভারতের পররাষ্ট্র ও খনিজ মন্ত্রণালয়, আইআরইএল ও মিডওয়েস্ট কোনো মন্তব্য দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, চীনের নিয়ন্ত্রণে থাকা বিরল খনিজের সরবরাহে ভারত পিছিয়ে পড়ার কারণে এই পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩১ আগস্ট মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে খনিজ খনন বিষয়ে আলোচনা করেছেন।

কেআইএ ১৯৬১ সালে কাচিন জনগোষ্ঠীর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গঠিত হলেও, এখন এটি মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। ২০২১ সালের অভ্যুত্থানের পর কেআইএ দেশজুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ ভূখণ্ডে নিয়ন্ত্রণ বিস্তার করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে খনিজ প্রক্রিয়াকরণের প্রযুক্তি এখনও সীমিত। আইআরইএল জাপানি ও কোরিয়ান কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব খুঁজছে, তবে বড় পরিমাণ খনিজ আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে সময় লাগবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।