নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা

নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা

নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেপালে রাজনৈতিক অস্থিরতায় আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা অবশেষে দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ পরিবহন বিমানে তারা ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগ এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা

গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ‘ফিফা টিয়ার–১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ’-এ অংশ নিতে নেপালে যায়। তবে ৯ সেপ্টেম্বর দেশটিতে রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলার অবনতির কারণে দলটি কাঠমাণ্ডুতে অবরুদ্ধ হয়ে পড়ে। এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার।

পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকেল ৪টা ৩৭ মিনিটে দেশে ফিরে আসে।

নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা

বিমানটিতে মোট ৫৫ জন সদস্য দেশে ফেরেন। এর মধ্যে ছিলেন ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং একজন ছাত্র সমন্বয়ক।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও দেশ ও জনগণের প্রয়োজনে তারা এ ধরনের যেকোনো দায়িত্ব পালনে সদা অঙ্গীকারবদ্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed