ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ও বিএসএফ’র মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার বেনীপুর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের কমান্ডার পর্যায়ের এই বৈঠক হয়।
৫৮ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, বৈঠকে ৫৮ বিজিবি ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারসহ উভয় পক্ষের ১০ জন করে কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার রোধ, বিএসএফ কর্তৃক পুশইন না করা, মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
লে. কর্নেল রফিকুল আলম বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় উভয়পক্ষ।
বৈঠক শেষে উভয় ব্যাটালিয়নের কমান্ডার এবং কর্মকর্তারা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হাঁটেন। এ সময় ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।