আলুটিলা পর্যটন কেন্দ্রে আনসার-ভিডিপির সৌন্দর্য বর্ধন উদ্যোগ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্যতম দর্শনীয় স্থান আলুটিলা পর্যটন কেন্দ্রে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ এবং সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সদর উপজেলা কর্মকর্তা রোকেয়া পারভীনের নেতৃত্বে হিল ভিডিপির ২টি ও টিডিপির ১টি প্লাটুনের সদস্যরা পর্যটনকেন্দ্রে অপ্রয়োজনীয় গাছপালা ছাঁটাই করেন।
পরে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে কদম, কৃষ্ণচূড়া, পলাশ, সোনালু, জারুল ও বাগান বিলাসসহ বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়।

গাছগুলো টেকসইভাবে বেড়ে উঠতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
এই কর্মসূচিতে আনসার ব্যাটালিয়ন সদস্য, হিল আনসার, হিল ভিডিপি ও টিডিপি মিলিয়ে প্রায় ৫০ জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপির এ উদ্যোগ স্থানীয় পর্যটনকেন্দ্রের পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং জনগণের কাছে বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।