খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও নতুন কুঁড়ি ক্যান্ট. হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও নতুন কুঁড়ি ক্যান্ট. হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও নতুন কুঁড়ি ক্যান্ট. হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শনিবার) সন্ধ্যায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন হয়।

খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও নতুন কুঁড়ি ক্যান্ট. হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এসময় খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও নতুন কুঁড়ি ক্যান্ট. হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৮৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান অতিথি।

সংবর্ধনা প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের সফলতা অর্জন করতে হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed