দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। তবে এর আগে দেশের মানুষ ইলিশ খাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবার আগের তুলনায় চাহিদার চেয়ে কম ইলিশ রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে।

অবৈধ রিং জালের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘অভিযান শুধু জেলেদের বিরুদ্ধে নয়। রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

এ সময় অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।