মাটিরাঙায় এম.এন. লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের অধিকার আন্দোলনের পুরোধা নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মাটিরাঙা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিপি মাটিরাঙা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা।
তিনি বলেন, “দেশপ্রেমিক এম.এন. লারমা পাহাড়ের চেতনা ছিলেন। শান্তির পাহাড় চেয়েছিলেন তিনি। জীবিত থাকলে পাহাড়ের সামগ্রিক দৃশ্যপট বদলে যেত। ষড়যন্ত্রকারীদের বুলেট তাঁকে কেড়ে নিলেও তাঁর দূরদর্শী চিন্তা পাহাড়ি জাতিসত্ত্বার প্রেরণার উৎস হয়ে আছে।”
তিনি আরও বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ের সকল জনগোষ্ঠীর অধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। শিক্ষা বিস্তারের মাধ্যমে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে চেয়েছিলেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি), রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব, সাবেক পিসিপি কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমা ও আন্তর্জাতিক সম্পাদক অরবিন চাকমা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেএসএস মাটিরাঙা থানা কমিটির সাধারণ সম্পাদক দীপু চাকমা।
অনুষ্ঠানে জেএসএস এর মাটিরাঙা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি ও গুইমারা থানা কমিটির নেতৃবৃন্দ যৌথভাবে অংশ নেন।
বক্তারা এম.এন. লারমাকে “জুম্ম জাতির আলোর দিশারী, মুক্তির মহানায়ক ও মেহনতি মানুষের অধিকারের স্বপ্নদ্রষ্টা” হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।