হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের সীমান্ত এলাকায় ৮টি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি জানায়, ৫৫ বিজিবির একটি টহল দল চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পিকআপ চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস জব্দ করা হয়। এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি, এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ পিস ও শাড়ি জব্দ করা হয়। সর্বমোট আটটি অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, ‘জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।