বগুড়ায় যৌথ অভিযানে ৯ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

বগুড়ায় যৌথ অভিযানে ৯ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

বগুড়ায় যৌথ অভিযানে ৯ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়া সদরের রেলওয়ে কলোনি এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দলের নেতৃত্বে ক্যাপ্টেন সাদিফ অভিযানটি পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৭ বোতল মদ, ৩ কেজি গাঁজা, ২টি ওজন মাপার যন্ত্র এবং নগদ ৭ হাজার ৯০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed