বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সেনানিবাসে জার্সি বিতরণ করেন বান্দরবান সদর জোনের কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ।
এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান রফিকুল আলম মামুন, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
জার্সি বিতরণে সহযোগিতা করেছে রেডিয়েন্ট কোম্পানি।
আগামীকাল শুক্রবার বান্দরবান স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট, যেখানে সাতটি উপজেলার সাতটি দল ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মিলিয়ে মোট আটটি দল অংশ নেবে।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ক্রীড়া উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করার লক্ষ্য নিয়েই এ প্রতিযোগিতা আয়োজন করেছে সেনাবাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।