চাকসু নির্বাচন: বাম ধারার প্যানেলে পাহাড়ি শিক্ষার্থীরা

চাকসু নির্বাচন: বাম ধারার প্যানেলে পাহাড়ি শিক্ষার্থীরা

চাকসু নির্বাচন: বাম ধারার প্যানেলে পাহাড়ি শিক্ষার্থীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেলে ছিল পাহাড়ি শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ। শিবির, ছাত্রদলসহ একাধিক সংগঠন পাহাড়ি শিক্ষার্থীদের প্যানেলে অন্তর্ভুক্ত করে নিশ্চিত করেছিল বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিন্ন চিত্র —বাম ধারার ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল ছাড়া কোনো মূলধারার ছাত্র সংগঠনের প্যানেলে পাহাড়ি শিক্ষার্থী নেই। তবে প্যানেলগুলো পাহাড়ি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করেনি নাকি শিক্ষার্থীরাই অংশ নিতে আগ্রহী হননি তা স্পষ্ট হওয়া যায়নি। যদিও হল নির্বাচনে পাহাড়ি শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়েছে একক প্যানেল।

বামধারার ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে দ্বিতীয় শীর্ষপদসহ ১১ পাহাড়ি শিক্ষার্থীকে রাখা হয়েছে। প্যানেলটি চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খীসাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে গঠিত হয়েছে। প্যানেলে চাকসুর দ্বিতীয় শীর্ষ পদ সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।

এছাড়া বাকিরা হলেন, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে লড়বেন লালতান সাং বম, দপ্তর সম্পাদকে রাম্রা সাইন মারমা, গবেষণা ও উন্নয়ন সম্পাদকে ধন রঞ্জন ত্রিপুরা, সমাজসেবা ও পরিবেশ সম্পাদকে সাথোয়াঅং মারমা, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদকে শর্ত খীসা, এ ছাড়া নির্বাহী সদস্য পদে সোমা চাকমা, তিষ্য চাকমা, শিউলি ত্রিপুরা, সিংয়ইপ্রু মারমা, অংক্য চিং মারমা।

‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘চাকসু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, আবাসন, পরিবহনসহ সব ক্ষেত্রে চলমান সংকটের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করব। সব ধরনের নিপীড়িত অংশের কণ্ঠস্বর হব। পরিচয়বাদী বিভাজন দূর করে, অধিকারের পক্ষে সমস্ত বৈচিত্র্যকে ধারণ করে বৃহত্তর ঐক্য গড়ে তুলব।’

তিনি বলেন, ‘সেই ঐক্যের বার্তা নিয়ে আমাদের প্যানেলের নাম ‘বৈচিত্র্যের ঐক্য’ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জাতিভিত্তিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল গঠন করেছি।’

‘বৈচিত্র্যের ঐক্য’তে কারা

প্যানেল ঘোষণার সময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী রোনাল চাকমা জানান, এ জোটে পাহাড়ি ছাত্র পরিষদ, মারমা ছাত্র কাউন্সিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র যুব আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), ত্রিপুরা ছাত্র ফোরাম, সাংস্কৃতিক সংগঠন কলতানসহ সাধারণ শিক্ষার্থীরা রয়েছে।

ভোটের মাঠে ১০ প্যানেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ছাত্র সংগঠন ১০টি প্যানেল ঘোষণা করেছে।এরমধ্যে ছাত্রদলের একক প্যানেল, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাসের) দুই নেতা, জুলাই আন্দোলনকারী ও শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, সাংস্কৃতিক সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) সমর্থিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট, অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস মিলে ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’, স্বতন্ত্র প্রার্থীরা একজোট হয়ে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোটের ‘দ্রোহ পর্ষদ’।

হল সংসদে পাহাড়ি ছাত্রীদের পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন পাহাড়ি ছাত্রীরা। ‘হৃদ্যতার বন্ধন’ থেকে নওয়াব ফয়জুন্নেছা হলে তাদের ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্যানেলটিতে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী প্রমিতা চাকমা। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মে থুই চিৎ খেয়াং।

পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন খেলাধুলা সম্পাদক স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের খিং খিং রাখাইন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, স্বাস্থ্য সম্পাদক পালি বিভাগের অংমে মারমা, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক পালি বিভাগের শ্রেয়া তালুকদার, নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিপ্রা তঞ্চঙ্গ্যা, পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা এবং বাংলা বিভাগের প্রমিতা ত্রিপুরা।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী মে থুই চিৎ খেয়াং বলেন, ‘শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই আমরা। তাই প্যানেলে সব পাহাড়ি ছাত্রীগোষ্ঠী থেকে প্রতিনিধি রাখা হয়েছে।’

চাকসুতে যত প্রার্থী, ভোট যখন

আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চাকসুর ২৮টি পদের জন্য ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদের জন্য ৬৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং বাকি ২৩৩ জন জমা দেননি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।