পানছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

পানছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

পানছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের  গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

No photo description available.

সূত্র জানায়, সকালে সেনাবাহিনীর টহল দল এক সন্দেহভাজন সক্রিয় ইউপিডিএফ সন্ত্রাসীর বাড়িতে তল্লাশি চালানোর সময় প্রায় ১৫-২০ জনের একটি সশস্ত্র দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে দুর্বৃত্তরা পার্বত্য এলাকার গভীরে জঙ্গলে পালিয়ে যায়।

No photo description available.

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

May be an image of text that says 'AAOFENG'

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed